লালমনিরহাটের কালীগঞ্জ কাশিরাম এলাকার ২ নং ওয়ার্ডের মোঃ আলাউদ্দিন ইসলাম আরিফ (২৮) পিতা মৃত সামছুল আলম (বীরমুক্তিযোদ্ধা)
গত ৩০/১২/২০২০ তারিখ বাড়ি হতে ঢাকার উদ্দেশ্য যায় কিন্তুুক পরবর্তীতে সে আর বাড়িতে ফিরিয়ে আসে নাই।নিখোঁজ আরিফের পরনে ছিল লীল রংয়ের পাঞ্জাবি ও লীল রংয়ের জিন্স প্যান্ট,গায়ের রং-ফর্সা,উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি দেহের গঠন হালকা ও পাতলা, মুখ মন্ডল -গোলাকার, মাথার চুল ছোট ও কালো সে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে। পরিবারের পক্ষ থেকে ছেলেটির সন্ধান চেয়েছেন। পরিবারের মোবাইল নম্বর-01821990201..
এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Leave a Reply