পিরোজপুরের মঠবাড়িয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পৃথক আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৯টায় পৌর শহরের বালুর মাঠ সংলগ্ন বিএনপি কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাবিবুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, শোয়েব শামস্ শওকত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ফরাজী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা সাইদুল ইসলাম খোকন, মিজানুর রহমান, জাকির হোসেন মল্লিক, মনিরুজ্জামান এরশাদ, ডাঃ কামাল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম মজিবর রহমান, সদস্য সচিব তাহসিন জামান রোমেল, যুগ্ম আহবায়ক রিপন মুন্সী, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক শাহাদাৎ ফরাজী, যুগ্ম আহবায়ক খোকন মল্লিক, কেএম ইলিয়াস,শফি মাহমুদ রিয়াজ,পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান আজিম মল্লিক, ছাত্রনেতা শাকিল আহমেদ সুমন, ইমরান জমাদ্দার প্রমুখ।
সভার শেষ পর্যায়ে প্রয়াত জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিকাল ৪টায় সমবায় মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ও কোরআনখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য, মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল। বক্তব্য রাখেন বিএনপি নেতা জসিম খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মনির,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মহারাজ, ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক কাওসার মোক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন মিয়া ফরাজি, সদস্যসচিব হাবিবুর রহমান নিজাম, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক রুবেল আহসান, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জিয়াউর রহমানের জীবনী আলোচনা করে বলেন আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে স্বৈরতন্ত্রের কবল থেকে দেশকে মুক্ত করবোই ইনশাআল্লাহ।
সভার শেষে প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply