ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন
জয়পুরহাটে বাম জোটের বিক্ষোভ সমাবেশ
জেলা প্রতিনিধি, জয়পুরহাট 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায়  হস্তক্ষেপ বন্ধ এবং সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাট জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ (৩১ মে) সোমবার  বাম জোটের সারাদেশে বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১ টায় জয়পুরহাট জেলা কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন জেলা বাম জোট।

জেলা বাম জোটের সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বাসদ এর আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা বাসদ সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আমিনুর রহমান  প্রমূখ।

বক্তা বলেন, সরকার দেশকে ফ্যাসিবাদী কায়দায় শাসন করছেন। দূর্নীতি বিরুদ্ধে বলতে গেলে দমন-পীড়ন চালাছে। দেশে কি পরিমাণ স্বাস্থ্যখাতে দূর্নীতি হচ্ছে তার প্রমাণ  ২৫০ টাকার সুই যেখানে দেখানো হয়েছে ২৫০০০ হাজার টাকা। সরকার দূর্নীতিবাজদের রক্ষাকর্তা। অবিলম্বে  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায়  হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

x