ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে জিসপের পুষ্পস্তবক অর্পণ
মোঃ বেল্লাল হোসেন নাঈম

বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রিয় নেতার মাজারের বিএনপি’র মহাসচিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ নেতৃবৃন্দের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয় । সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এর নেতৃত্বে।

আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ইসমাইল হোসেন তালুকদার খোকন, মোঃ ইমরান হোসেন, জিসপ কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, মোঃ আলী মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন পিন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সাদেকুর রহমান হীরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় নেতৃবৃন্দ সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়

3 responses to “শহীদ জিয়াউর রহমানের সমাধিতে জিসপের পুষ্পস্তবক অর্পণ”

  1. … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/20579 […]

  2. Si está pensando en usar una aplicación para espiar teléfonos celulares, entonces ha tomado la decisión correcta. https://www.mycellspy.com/es/tutorials/best-cell-phone-spy-apps-online-free-trials/

  3. Si te preguntas cómo saber si tu esposo te engaña en WhatsApp, quizás pueda ayudarte. Cuando le preguntas a tu pareja si puede revisar su teléfono, la respuesta habitual es no.

Leave a Reply

Your email address will not be published.

x