ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
কলা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে ছোট ভাইয়ের আত্মহত্যা
Reporter Name

ভোলার চরফ্যাশন উপজেলায় কলা খাওয়া নিয়ে বড় ছ সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে মারা যায় ৯ বছরের শিশু পারভেজ। রোববার (৩০ মে) দুপুরে আহম্মদপুর ইউনিয়নের ২৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম ও মেম্বার রনি মিয়া জানান, শ্রমিক লীগ নেতা কামাল বেপারীর ছোট ছেলে পারভেজের গলায় ফাঁস দেয়া মরদেহ পুলিশ উদ্ধার করেছে। দুপুর সাড়ে ১২টায় কামাল বেপারী বাজার থেকে এক হালি বাংলাকলা কিনে বাড়ি আসেন। বড় কলাটি খেতে চায় পারভেজ। ওই কলা বড়-ভাই হৃদয় খেয়ে ফেলে। এতে রাগ করে পারভেজ ঘর থেকে বের হয়ে যায়। পরে তার ঝুলন্ত মরদেহ পাশের পরিত্যক্ত ঘরে পাওয়া যায়।

চরফ্যাশন থানার এসআই কেরামত আলী জানান, ৯ বছরের শিশু গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে পরিবারের লোকজন তাদের জানান। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করার দাবি জানান প্রশাসনের কাছে।

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বিষয়টি ওসি দুলারহাটকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x