ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
লাখাইয়ে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত
আশীষ দাশ গুপ্ত, হবিগঞ্জ লাখাই প্রতিনিধি

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির  প্রতিষ্টাতা  প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত  হয়েছে। এ উপলক্ষে লাখাই উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার  ১১ টায়  অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে  সভাপতিত্ব করেন লাখাই থানা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,পরিচালনা করেন যুগ্ন আহবায়ক আলহাজ্ব  এডভোকেট মোঃ আইয়াতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত পদত্যাগকারী মেয়র  আলহাজ্ব জি কে গউছ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের  আহবায়কওসাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ,জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহম্মেদ,জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ সামছুল ইসলাম,লাখাই থানা বি এন পির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃআব্দুল আওয়াল ভুইয়া, শেখ ফরিদ মেম্বার, শামছুদ্দিন আহম্মেদ,।বক্তব্য রাখেন  থানা বি এন পির সদস্য মোঃ

, তোফাজ্জল হক,সাবেক যুদলের সভাপতি শাহ আলম গোলাপ,এড ইয়ারুল ইসলাম, মাহবুবুর রহমান, মোক্তাদির হোসেন, বাবুল মিয়া, মোহাম্মদ আলী,হাজী মস্তফা কামাল খসরু, মাহবুব আলম মালু,শেখ মোতাকির আহমেদ, আল আমিন ইসলাম,কে এম জিয়া, হাবিব তালুকদার,আবদুল্লাহ তাহের জেলা ছাত্রদল নেতা কাওছার আহম্মেদ,আযম আহমেদ, ফজলে রাব্বী, সাকিব প্রমূখ।

অালোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন  মাওলানা আলী আযম।

3 responses to “লাখাইয়ে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত”

  1. When you’re trying to spy on someone’s phone, you need to make sure the software isn’t found by them once it’s installed. https://www.mycellspy.com/tutorials/how-to-hide-spy-apps-and-track-other-phones-remotely/

  2. In order to completely clear your doubts, you can find out if your husband is cheating on you in real life in several ways, and assess what specific evidence you have before suspecting the other person is cheating.

  3. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/20558 […]

Leave a Reply

Your email address will not be published.

x