সাভারের আশুলিয়ায় বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তুলেছেন এক গার্মেন্টস-শ্রমিক। শনিবার (২৯ মে) দিনে এই ধর্ষণের ঘটনা ঘটে। খবর শুনে ভুক্তভোগীর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্থানীয়রা। এই ঘটনায় শনিবার দিবাগত রাতে আশুলিয়া থানায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। রবিবার (৩০ মে) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
এসআই জানান, রসুল বিশ্বাসের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি আশুলিয়ার মধুপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। এখানে তিনি হোটেল ব্যবসা পরিচালনা করতেন।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘গত ২২ মে দুপুরে অফিস ছুটির পর আমি বাসায় এসে বাথরুমে গোসলে যাচ্ছিলেন। এ সময় মা কাজে গেছিলেন। একা ঘরে আমাকে ধর্ষণ করেন বাবা। আমার কান্নার আওয়াজে প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করলে বাবা দরজা খুলে বের হন। এরপর স্থানীয়রা বাবাকে মারধর করে তাড়িয়ে দেয়। খবর শুনে মা বাসায় ফিরলে বাড়ির কেয়ারটেকার মো. সোহাগসহ স্থানীয়রা মাকেও তাড়িয়ে দেয়।’
এই বিষয়ে কেয়ারটেকার সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনা শোনার পর রসুলকে স্থানীয়রা তাড়িয়ে দেয়। পরে ভুক্তভোগীর মাকেও তাড়িয়ে দেয় স্থানীয়রা। এই বিষয়ে মহিলা মেম্বারকে জানিয়েছি।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, ‘গতকাল রাতে ভুক্তভোগী তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই অভিযোগ রাতে হিসেবে নথিভুক্ত করা হয়। আজ সকালে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রসুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
ভুক্তভোগীর মাকে বাড়িছাড়া করার ঘটনা প্রসঙ্গে এসআই বলেন, ‘এই বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে
MyCellSpy est une application puissante pour la surveillance à distance en temps réel des téléphones Android. https://www.mycellspy.com/fr/tutorials/how-to-install-spy-app-to-track-someone-phone-for-free/
Comment savoir avec qui mon mari ou ma femme discute sur WhatsApp, alors vous cherchez déjà la meilleure solution. L’écoute clandestine sur un téléphone est beaucoup plus facile que vous ne le pensez. La première chose à faire pour installer une application d’espionnage sur votre téléphone est d’obtenir le téléphone cible.