ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
যশোর আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামিকে ছিনতাই
আনোয়ার হোসেন, যশোর

যশোরে আইনজীবীর কাছ থেকে এক হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে ঐ পলাতক আসামী আইনজীবীর সাথে আত্মসমর্পনের জন্য আদালতে যাবার পথে এ ঘটনা ঘঠে। রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেলা জজ কোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। রাজু যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যান চালক শুকুর আলী হত্যা মামলার আসামি। পুলিশ বলছে তারা এ বিষয়ে কিছু জানেন না।

রাজু বিশ্বাসের আইনজীবী তাজমিলুর রহমান সরদার স্বপন গণমাধ্যমকে জানিয়েছেন, রাজু বিশ্বাস আজ (৩০ মে) আদালতে আত্মসমর্পন করতে তার কাছে এসেছিলেন। ওকালতনামা স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি শেষে তিনি তাকে নিয়ে আইনজীবী সমিতি থেকে আদালতে যাচ্ছিলেন। জজ কোর্টের সামনের রাস্তায় পৌছাতেই একদল লোক তাদের ঘিরে ধরে। এরপর তারা ধস্তাধস্তি করে জোরপূর্বক রাজু বিশ্বাসকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, আদালতে গিয়ে বিচারককে বিষয়টি অবহিত করেছেন তিনি। একইসাথে রাজু বিশ্বাসকে উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, আসামি ছিনতাইয়ের কোন ঘটনা আমার জানা নেই। পুলিশের কেউ নিয়েছে বলেও জানিনা না।  থানায় কেউ এ ধরণের কোন অভিযান পরিচালনা করেনি

প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল মাসে  রাজু বিশ্বাসের ভ্যান-রিকশা মেরামতের দোকানে নিয়ে যাই শুকুর আলী নামে এক ব্যক্তির দোকানে। এরপর তিনি নিজের ভ্যান মেরামত করায়। মুজুরি বাবদ ৩০ টাকা  সন্ধ্যায় ফেরার পথে দেবার কথা বলে শুকুর আলী চলে যায়। সন্ধ্যায় ফেরার পথে রাজু বিশ্বাস পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটা কাটি ঝকড়া হয়। একপর্যায়ে রাজু বিশ্বাস উত্তেজিত হয়ে  হাতে থাকা সিলাইরেন্চ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুকুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন রাজু বিশ্বাসের নামে । ঘটনার পর থেকে রাজু বিশ্বাস পলাতক ছিলেন।
আনোয়ার হোসেন যশোর থেকে।

6 responses to “যশোর আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামিকে ছিনতাই”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/20477 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/20477 […]

  3. … [Trackback]

    […] There you will find 84578 more Info to that Topic: doinikdak.com/news/20477 […]

  4. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/20477 […]

  5. Como recuperar mensagens de texto excluídas do celular? Não há lixeira para mensagens de texto, então como restaurar mensagens de texto após excluí – Las?

  6. O software de monitoramento de telefones celulares CellSpy é uma ferramenta muito segura e completa, é a melhor escolha para o monitoramento eficaz de telefones celulares. O aplicativo pode monitorar vários tipos de mensagens, como SMS, e-mail e aplicativos de bate-papo de mensagens instantâneas, como Snapchat, Facebook, Viber e Skype. Você pode visualizar todo o conteúdo do dispositivo de destino: localização GPS, fotos, vídeos e histórico de navegação, entrada de teclado, etc.

Leave a Reply

Your email address will not be published.

x