গাজীপুর সদরের বাঘের বাজার এলাকার কনসেপ্ট কংক্রিট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ মে রবিবার গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কনসেপ্ট কংক্রিট কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ২ লাখ টাকা জরিমানা ধার্য্য ও কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় আদালত পরিচালনা করেন গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানা। তিনি জানান পরিবেশ দূষণের দায়ে কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জীত বিশ্বাস ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply