ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা
Reporter Name

ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি এবং ত্রাণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কলাইকুন্ডায় বৈঠক করার কথা ছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ।  কিন্তু, আড়াইটায় নির্ধারিত এই বৈঠক শুরু হওয়ার কয়েকঘণ্টা আগে জটিলতা সৃষ্টি ।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দেবশ্রী রায়চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধানখার এবং শুভেন্দু অধিকারী। এই শেষের নামটি নিয়ে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শুভেন্দু রাজ্যে বিরোধী দলনেতা হলেও বিধানসভায় আনুষ্ঠানিক দায়িত্ব নেননি। তাই, সরকারি বৈঠকে তাঁর উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন মমতা। শুভেন্দু থাকলে তিনি বৈঠকে যোগ দেবেন না। নবান্নর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়কে সাফ জানিয়ে দেয়া হয়েছে।

x