ঢাকা, বুধবার ১৮ জুন ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
জয়পুরহাটে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Reporter Name

জেলা প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভা এলাকা হইতে একশত দশ পিচ ইয়াবা ট্যাবলেট এবং পাঁচগ্রাম হেরোইন উদ্ধারসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ মে) বিকালে জয়পুরহাট জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম

সদর থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন ক্রয়-বিক্রয় করার সময় মোছাঃ পচি বেগম মর্জিনা (৪৬) কে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, আটককৃত ব্যক্তির নারী পুলিশ দ্বারা দেহ তল্লাশী করে তার বাম কোমরে গোজানো অবস্থায় পাঁচ গ্রাম হেরোইন এবং ডান কোমরে গোজানো অবস্থায় একশত দশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে মাদকদ্রব্য বিক্রয় করে এলাকায় বিশেষ করে যুব ও তরুন সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে ১ টি চুরি মামলা সহ ৮ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত নারী হলেন জয়পুরহাট পৌরসভা এলাকার সাগরপাড়া গ্রামে মোছাঃ পচি বেগম মর্জিনা,পিতা মোঃ হুমায়ুন।

 

x