ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সৌদি আরবের আকাশে ইসরাইলের বিমান যাতায়াত নিষিদ্ধ
Reporter Name

সৌদি আরবের আকাশপথ ইসরাইলি বিমানের জন্য নিষিদ্ধ করা করা হয়েছে। হঠাৎ করেই গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সৌদি।  তবে কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। এর পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরাইলকে অনুমতি দেয় হয় সৌদি আরব।

বুধবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর জানায়।

খবরে বলা হয়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
ইসরাইল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদির আকাশ একটি গুরুত্বপূর্ণ রুট।  সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরাইল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে।  এর ফলে আমিরাত ও ইসরাইলের মধ্যে ফ্লাইট চলাচলে খরচ বেড়ে যাবে

2 responses to “সৌদি আরবের আকাশে ইসরাইলের বিমান যাতায়াত নিষিদ্ধ”

  1. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/19173 […]

  2. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/19173 […]

Leave a Reply

Your email address will not be published.

x