ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
গাংনী উপজেলা আওয়ামী লীগের মত বিনিময় সভা
Reporter Name

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগনের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্যই এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমস্ত ভূল, ত্রুটি, বিবাদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার, বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

x