ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে ৫০ কোটি ডলার দেবে কাতার
Reporter Name

তেলসমৃদ্ধ দেশ কাতার গাজা পুনর্গঠনে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইসরাইল ও হামাসের মধ্যস্থতাকারী হিসেবেও বেশ কয়েকবার ভূমিকা রেখেছে। এ ছাড়া ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে শত শত কোটি ডলারের মানবিক ত্রাণ সহায়তা করে যাচ্ছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এক টুইটবার্তায় বলেছেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি। ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা তা দেখতে মধ্যপ্রাচ্যে সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজা ও ইসরাইল সফর শেষে তিনি বুধবার মিসর এবং জর্ডানও যান।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি কাতারের এ আর্থিক সহযোগিতার কথাও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published.

x