ঢাকা, শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব
Reporter Name

সৌদি আকাশসীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইসরাইলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে। ইসরাইলি মিডিয়া এ খবর প্রকাশ করেছে।

ইসরাইলি আর্মি রেডিও জানায়, সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা ১০ ঘণ্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে। তারপর ফ্লাইটটি বাতিল করা হয়।

সৌদি আরব কেন ইসরাইলি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, তা স্পষ্ট নয়। রিয়াদ গত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল।

গত ডিসেম্বরে ইসরাইল ঘোষণা করে যে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে। এর একটি হবে ইসরাইলি ক্যারিয়ার।

২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল তাদের সম্পর্ক স্বাভাবিক করে। এপর থেকে দুই দেশ বিনিয়োগ, ব্যাংক পরিষেবা, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে। সূত্র: ইয়েনি সাফাক

One response to “ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব”

  1. Neon24 says:

    … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/18948 […]

Leave a Reply

Your email address will not be published.