ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
পত্রিকায় নিউজ প্রকাশের পর গাছ অপসারণ করলো নির্বাহী কর্মকর্তা- মামুন
Reporter Name
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী জমিলার অনিশ্চিত জীবন বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশের পর গাছ অপসারণ করলো - নির্বাহী কর্মকর্তা- মামুন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: রাস্তার পাশেই সরকারি জমিতে ঘর তুলে ১০ বছর ধরে বাস করছেন জমিলা বেগম (৬৫)। কিন্তু হঠাৎ করে গাছ ভেঙে পড়ে তার ঘরের ওপর। জীবনের ভয় না করে গত প্রায় ১ মাস ধরে সেই ঘরে ঘুমাচ্ছে তিনি।

জানা যায়, গত শুক্রবার (৭ মে) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের চকহলদী গ্রামে তার ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এমন নিউজ বিভিন্ন  পত্রিকায়ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশের পরে ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিজে গিয়ে সকলের সহযোগীতায় সেই গাছ অপসারণ করলো। ২৬ মে বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের নির্দেশনাক্রমে গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী ভিক্ষুক জমিলার রাস্তার পাশের ঘর পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভিক্ষুক জমিলাকে মাননীয় প্রধানমন্ত্রীর শুকনো খাবার প্রদান করা হয়। যেহেতু জমিলা রাস্তার পাশে অস্থায়ী ভিত্তিতে ঘর তুলে আছেন, তাই তাকে ভুমিহীন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর অতি দ্রত প্রদানের আশ্বাস দেন। সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x