ঢাকা, বুধবার ২৫ জুন ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
গাংনীতে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩
Reporter Name

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দু-টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত।

বুধবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফজলুল মুনসির ছেলে আবু জাফর(২৬),আবু হোসেনের ছেলে মাহাবুল(৩৫),শরিফুল ইসলামের ছেলে মিল্টন(২০)।

স্থানীয়রা জানান, বামন্দী জামান ফিলিং স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আবু জাফরের অবস্থা অবনতি দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।

হেল্পার মিল্টন জানান,মেহেরপুর থেকে কুষ্টিয়ায়  যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এসে ধাক্কা দিলে আমাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এবং ঐ গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

আলফালা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার মোঃ মিজানুর রহমান জানান,আবু জাফর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজের রেফার্ড করা হয়।

বামন্দী ক্যাম্প ইনচার্জ আবুল খায়ের জানান, ঘটনাস্থলে গিয়ে  গাড়ি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।বিপরীত দিক থেকে আসা গাড়িটি ধাক্কা মেরে ড্রাইভারসহ দু’জন পালিয়েছে।

x