ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
বেনাপোল সীমান্তে পাচারের উদ্দেশে ৪ কোটি টাকার কলিং কার্ড সহ আটক ১
Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন,যশোর থেকেঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১২ টার দিকে বেনাপোল চেকপোষ্টের সাদিপুর রোড সেতু এন্টারপ্রাইজের অফিস কক্ষ তল্লাশি করে টেপ জড়ানো একটি কার্টুন সহ একজনকে আটক করা হয়। সেতু এন্টারপ্রাইজটি ভারতের সীমান্তের মেইন পিলার ১৮/৮ এস হতে ২০০ গজ দুরে।  ওই কার্টন খুলে তাতে ৪৩,১৪০ পিছ ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্কার্স কার্ড) পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্যে ৩,৮২,৪৯,৬১৯ টাকা। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার ইউনুচ আলী। আসামি আমিনুরকে স্কার্স কার্ড পাচারের আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক কূত আমিনুর রহমান (২২) বেনাপোল সিমান্তো সাদিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।

সেলিম রেজা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ‘দুই যুবক প্রচুর পরিমান ‘ইন্টারন্যাশনাল কলিং কার্ড’ ভারতে পাচারের উদ্দেশে সাদিপুর সেতু এন্টারপ্রাইজ এর অফিসের ভিতর অবস্থান করছেন।’ এমন সংবাদ পেয়ে বেনাপোল কোম্পানী সদরের নায়েব সুবেদার মোঃ ইউনুস আলী সেখানে অভিযান চালিয়ে আমিনুরকে আটক করেন।

পরে সেখানে খাকি টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি কার্টুন পাওয়া যায়।

কার্টুনের ভেতর থাকা ৪৩ হাজার ১৪০টি ইন্টারন্যাশনাল কলিং কার্ড পাওয়া যায়। যাহার বাজারমূল্য তিন কোটি ৮২ লাখ ৪৯ হাজার ছয়শত উনিশ টাকা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং আমিনুরকে থানায় সোপর্দ করা হয়েছে  বিজিবি কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published.

x