ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি
Reporter Name

করোনা প্রতিরোধে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সোমবার (২৪ মে) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি গেজেট ও সিয়াসাত ডেইলি খবরে জানা গেছে, আগামী ২ জুন পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সৌদি আরবের জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি সারা হবে।

মহামারি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে প্রবাসীরা নিজ নিজ দেশে আটকা পড়েছেন।তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

১৭ মে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতসহ ১৩ দেশের নাগরিকদেরও অনুমতি ছাড়া সৌদি সফরে বারণ করা হয়েছে।

One response to “প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/18658 […]

Leave a Reply

Your email address will not be published.

x