ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
গাজীপুরে পরিবেশ দূষণ, কারখানাকে লাখ টাকা জড়িমানা
Reporter Name

আরিফ প্রধান,গাজীপুর: গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে ১ টি কারখানাকে ১ লাখ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৫ মে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালযের সহযোগিতায় জয়দেবপুরের  হাড়িনাল এলাকায় অভিযান চালিয়ে স্টাইল জেনারেশন লিমিটেডকে ১ লাখ টাকা জড়িমানা করেন গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

তিনি জানান, ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণ করায় কারখানা কর্রতৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় এবং অনতিবিলম্বে ইটিপি চালু করে ওয়াশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

x