শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা করেন, “টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে শেখ হাসিনা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এরফলে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠল টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ১০৩ রানের বড় ব্যবধানে হারায় তামিম বাহিনী। এর আগে রোববার প্রথম দিবারাতের ম্যাচে শ্রীলঙ্কা দলকে ৩৩ রানে হারায় বাংলাদেশ।
… [Trackback]
[…] Here you can find 36965 more Information to that Topic: doinikdak.com/news/18642 […]