রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার বহুল আলোচিত প্রতারক এনএসআই’র ভূয়া কর্মকর্তা মুজাহিদ হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার তালা উপজেলার ইসলামকাটির সুজনসাহা এলাকা থেকে প্রতারণাকালে সাতক্ষীরার এনএসআই’র একটি দল তাকে গ্রেফতার করে।
প্রতারক মুজাহিদ হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে।
তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাকরি দেয়া, জমি ও বাড়ী ক্রয় এবং হজ্বে পাঠানোর কথা বলে, নানা কৌশলে একাধিক মানুষের সাথে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা এনএসআই সুত্রে জানা যায়, প্রতারক মুজাহিদ হোসেন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন জেলা ও উপজেলায় সাধারণ মানুষকে তার্গেট করে, চাকুরিসহ বিভিন্ন প্রলোভোন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
একাধিক ভুক্তভোগী জানান, মুজাহিদ বিভিন্ন সময়ে নিজেকে এনএসআই’র বড় মাপের কর্মকর্তা কখনও বিমান বাহিনীর কর্মকর্তা নিজের কাকা মন্ত্রানালয়ের সচীব পরিচয় ভাঙ্গিয়ে চাকুরীরর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।
তালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, তালার ইসলামকাটি এলাকা থেকে মঙ্গলবার সকালে সুজনশাহ এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় এলাকাবাসীর সহযোগীতায় সাতক্ষীরা এনএসআই তাকে গ্রেফতার করে তালা থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।