ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সিলেটে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যু নেই
Reporter Name

আবুল কাশেম রুমন, সিলেট: সিলেট জুড়ে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যুর কোন সংবাদ পাওয়া যায়নি। তবে ওই সময়ের ভেতরে ৭৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৪ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ৭৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৩৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৩৬৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৮৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৬৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪২৬ জন।

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৭৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৪৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২ জন সুনামগঞ্জ জেলার, ২ জন হবিগঞ্জ জেলার ও ১৬ জন রোগী মৌলভীবাজার জেলার বাসিন্দা। একই দিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জন  রোগর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এ ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

x