হুসাইন মোহাম্মাদ রাফি-ঈশ্বরদী,পাবনা: পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়। গতকাল রবিবার দুপুর ১ টার সময় দাশুড়িয়া-রাজশাহী মহাসড়কে দাশুড়িয়া মালিথা ফিলিং স্টেশনের সামনে দাশুড়িয়া হতে নাটোর অভিমূখি একটি সিএনজি একটি গাড়িকে ওভারটেক করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের গুরুত্বর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও গুরুত্বর আহত সিএনজি ড্রাইভার কে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে মোঃ আব্দুস সালাম সেলু (৫৫) কে ডাঃ- মোছাঃ উম্মে হাবিবা মৃত ঘষনা করেন নিহত সেলু নাটোরের বড়াইগ্রাম থানার পূর্ণকলস এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজির চালক বড়াইগ্রাম দাশগ্রামের মোরশেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৫) মারা যায়।
পুলিশ জানায়, কুষ্টিয়া-উ ১১-০০৭৪, নম্বরের একটি মালবাহী একটি ট্রাক বেপোরোয়া গতিতে কুষ্টিয়া থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম সেলুকে মৃত ঘোষণা করে। এসময় ড্রাইভার সহ অপর পাঁচজনের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, পাবনার সদরের ভাড়ারার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ সজীব হোসেন (১৮), নাটোর বড়াইগ্রামের মোঃ আব্দুল মান্নানের স্ত্রী মোছা: মিনা খাতুন এবং কন্যা রুমি খাতুন (১৪)। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/18118 […]
… [Trackback]
[…] Here you will find 70384 additional Info on that Topic: doinikdak.com/news/18118 […]
… [Trackback]
[…] There you can find 69129 additional Info to that Topic: doinikdak.com/news/18118 […]
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/18118 […]
… [Trackback]
[…] Read More here on that Topic: doinikdak.com/news/18118 […]