ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চসহ সব গণপরিবহন চলবে আজ থেকে
Reporter Name

৪৮ দিন ধরে বন্ধ থাকা দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ আজ সোমবার থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে হবে।

একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবারের ওপরে থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে; অর্থাৎ হোটেল-রেস্তোরাঁয় আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাবে। তবে প্রায় ১৪ মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জরুরি প্রয়োজনের বাইরে থাকা সরকারি অফিস, পর্যটন স্পট, কমিউনিটি সেন্টারসহ গণসমাবেশ হওয়ার মতো স্থানগুলো আপাতত বন্ধই থাকছে। বন্ধ থাকছে ভারতীয় সীমান্তও।

গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আন্ত  জেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।’

x