ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
কারাগার থেকে মুক্ত হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম
Reporter Name

আরিফ প্রধান, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রোববার বিকেল ৪ টা ১৫ মিনিটের সময় মুক্তি পেয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম।

কারাগার থেকে বের হয়ে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে কোন কথা না বলে সরাসরি মাইক্রোবাসে উঠে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে ৫ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা রাখার শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তার জামিনের আদেশ দেন। আদেশের কাগজপত্র কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছলে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।

জামিনের খবর পেয়ে সকাল থেকেই কাশিমপুর কারাগারের সামনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও রোজিনা ইসলামের স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা অবস্থান নেয়।

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গত বুধবার  সচিবালয়ের একটি কক্ষে ৫ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে হেনস্থা করে  রাষ্ট্রীয় গোপন নথি চুরি এবং মোবাইলে ছবি তোলার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছিলো।

One response to “কারাগার থেকে মুক্ত হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম”

  1. … [Trackback]

    […] Here you will find 69796 additional Info on that Topic: doinikdak.com/news/17946 […]

Leave a Reply

Your email address will not be published.

x