ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
Reporter Name

দ্বিতীয় ডোজ টিকার ঘাটতি মেটাতে এবার যুক্তরাজ্য সরকারের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২২ মে) যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভিতে এক সাক্ষাৎকারে তিনি এ সহায়তা চান।

ড. মোমেন বলেন, দ্বিতীয় ডোজের জন্য অ্যাস্ট্রাজেনেকার মাত্র ১৬ লাখ টিকা প্রয়োজন। আমরা এ টিকা সহায়তার জন্য যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করেছি। যুক্তরাজ্য চাইলে আমাদের এ টিকা দিয়ে সহায়তা করতে পারে।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। এছাড়া আমরা কমনওয়েলথ সদস্য। এসব বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য আমাদের এ টিকা দিতে পারে।

দ্বিতীয় ডোজের ঘাটতি মেটাতে বাংলাদেশ ইতোমধ্যেই ভারত, কানাডা, যুক্তরাষ্ট্রের কাছেও জরুরিভাবে ১৬ লাখ টিকা চেয়েছে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু টিকা দিতে রাজি হয়েছে।

One response to “যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/17514 […]

Leave a Reply

Your email address will not be published.

x