ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
চীনের ইউনান প্রদশে দুই দফা শক্তিশালী ভূমিকম্প
Reporter Name

চীনের ইউনান প্রদেশের ইয়াংবিতে কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্ট।

শনিবার (২২মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় কর্মকর্তা ও ভূতত্ত্ববিদরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি প্রথম ইউনান প্রদেশে আঘাত হেনেছে। এর মাত্রা ছিল ৬ দশমিক ১। শনিবার ভোরে দ্বিতীয় দফা ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তি স্থান ছিল মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে। এটি জিনিং শহরের প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছিল। যার মাত্রা ছিল ৭ দশমিক ৩।

স্থানীয় গণমাধ্যম জানান, ভূমিকম্পে ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে ২০১০ সালে কিংহাইতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হন।

Leave a Reply

Your email address will not be published.

x