ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
কানাইঘাটে বঙ্গবন্ধু’র ম্যুরালের উদ্বোধন করলেন, সিলেটের জেলা প্রশাসক
Reporter Name

সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসন চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের শুভ উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২ টায় বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনের পাশাপাশি তিনি প্রশাসন চত্ত্বরের কোয়াটারের পাশে অবস্থিত ব্যাটমিন্টন গ্রাউন্ডেরও উদ্বোধন করেন। এছাড়া জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম উপজেলা প্রশাসনের নতুন প্রশাসনিক তিন তলা ভবন ও নিজ চাউরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন কালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরসভার মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিত শর্মা, কানাইঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) জাহিদুল হক, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, সাতঁবাক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী,উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম,প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম,উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রশাসন চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন, চমৎকার ম্যুরাল স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধারন করে সকল সম্মানের উর্ধ্বে রাখতে হবে। সিলেটের সকল উপজেলায় সরকারী ভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারব।

x