এম শামীম আহম্মেদ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৬নং ধামঘর ইউনিয়নের মুখসাইর গ্রামের এক অসহায় মেয়ের বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুরাদনগর থানার সফল অফিসার ইনচার্জ জনাব সাদেকুর রহমান।
জানা যায় ১৬নং ধামঘর ইউনিয়নের মুখসাইর গ্রামের
রিকশাচালক মোঃ রফিক মিয়ার মেয়ের বিয়ে ঠিক হয় কিন্তু এলাকার এক বখাটে কতৃক বিয়ে ভেঙে দেয় এবং ছেলে পক্ষ কে হুমকি দেয় যাতে বিয়ে না করে।হতাশ হয়ে রফিক মিয়া মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জনাব সাদেকুর রহমানের কাছে অভিযোগ করেন।ওসি সাদেকুর রহমান অভিযোগটি আমলে নিয়ে বখাটে ছেলেটিকে থানায় ডেকে আনেন এবং তাকে দায়িত্ব দেওয়া হয় ছেলে পক্ষ কে পুনরায় রাজি করাতে এবং
ওসি জনাব সাদেকুর রহমান নিজে দায়িত্ব নিয়ে দুই পক্ষের সাথে আলোচনা করে এবং ছেলে পক্ষ কে বুঝিয়ে বলেন এবং নির্ভয়ে বিয়ে করতে পারে বলে আশ্বাস দেন।
আজ বৃহস্পতিবার ওসি সাদেকুর রহমান নিজে উপস্থিত থেকে তাদের বিয়ে দেন এবং মেয়ে পক্ষ কে উপহার হিসেবে কিছু অর্থ প্রদান করেন। এই বিয়ের আয়োজনে বর-কনে দুইজনই বেশ উৎফুল্ল।মুরাদনগর
থানার অফিসার ইনচার্জ জনাব সাদেকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।
মানবিক ওসি জনাব সাদেকুর রহমান জানান, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছি, তারা একা নয় আমরা সবাই তাদের পাশে আছি । পুলিশ প্রশাসন এধরনের সহযোগিতা সবসময় অব্যাহত রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ,সাংবাদিক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।