গোলাপগঞ্জ প্রতিনিধ: গোলাপগঞ্জে বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১২টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বিদেশি রিভলবারসহ আলাল উদ্দিন (২৩) নামের একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পূর্ব কানিশাইল নোয়াইঘাট এলাকার বাতির আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ডিএডি নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সনিয়ে তাকে গ্রেফতার করা হয়। অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে একটি বিদেশি রিভলবার নিয়ে গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান করছিল সে। পরে র্যবের উপস্থিতি টের পেয়ে দৌড় দেওয়ার সময় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গোলাপগঞ্জ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, বিদেশী রিভলবারসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে (তারিখ ২০/০৫/২০২১ইং নং- ১৯)। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে