ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিক্ষা উপমন্ত্রীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবাঞ্চিত ঘোষণা
Reporter Name

সাংবাদিকদের বিষোদগার করা ও রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকের একটি খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) রোজিনার মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

সমাবেশে তিনি বলেন, “শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের নিয়ে বিষোদগার করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কোনো প্রোগ্রামে আসতে পারবেন না, তাকে অবাঞ্চিত ঘোষণা করছি। কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হলে, ডিআরইউ তাদেরকে হল ভাড়া দিবে না।”

এর আগে বুধবার (১৯ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। ওই ভিডিওর শিরোনামে লেখা ছিল, ‘ফাইল চুরির দায় স্বীকার প্রথম আলোর সাংবাদিক রোজিনার।’

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবালয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার পর শিক্ষা উপমন্ত্রীর এমন খণ্ডিত ভিডিও প্রচারের সমালোচনা করেছেন অনেকেই।

x