ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্যালেস্টাইনের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ, গণতন্ত্রী পার্টির
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্যালেস্টাইনের নিরীহ জনগণের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ও জাতিসংঘ এবং বিশ^ নেতৃবৃন্দ  কর্তৃক ফিলিস্তিনি সমস্যা স্থায়ী সমাধানের দাবীতে গণতন্ত্রী পার্টি কর্তৃক আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ গণি’র সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য মাহামুদুর রহমান বাবু, বিশিষ্ট নারী নেত্রী কানন আরা, বাবুল দে, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম, বাংলাদেশ জাসদ’এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম খোকন, বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুর রাজ্জাক, যুব সংগ্রাম পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা ও ওয়ার্কার্স পার্টির সদস্য সাদাকাত হোসেন খান বাবুল, জয় বাংলা মঞ্চের আহ্বায়ক মুফতী মাসুম বিল্লাহ, গণতন্ত্রী পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. আব্দুল গফুর, কে.জি. মহিউদ্দিন বাদল, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম জামান, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, মতিঝিল থানা কমিটির সাধারণ সম্পাদক এস এম মামুন, ইব্রাহিম জুয়েল, ইদ্রিস আলী মোল্লা প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন দখলদার ইসরাইলী বাহিনী বর্বরোচিতভাবে মানবতা বিরোধী অপকর্মের মাধ্যমে অব্যাহত গোলাবর্ষন, বোমা নিক্ষেপের মাধ্যমে পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনের নারী, শিশু সহ সকল বয়সী মানুষদেরকে হত্যা করে যাচ্ছে, জাতিসংঘ ও বিশ^ নেতৃবৃন্দকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ইসরাইলী অপকূটকৌশলের কারনে আরব বিশ^ তথা মুসলিম বিশে^র দ্বিধাবিভক্তি পক্ষান্তরে ইসরাইলের অপকর্মকে শক্তি যোগায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভোটো প্রদান ও ইসরাইলের নিকট অস্ত্র বিক্রির চুক্তি মানবতা বিরোধী অপকর্মের সহায়তা বলে প্রতীয়মান হয়। ইসরাইলী এ হামলা, বোমাবর্ষন ও ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার-নিপীড়নের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও সঠিকভাবে প্রচারিত হচ্ছে না। তাই গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ অবিলম্বে ওআইসি, আরব লীগ, জাতিসংঘ ও বিশ^ নেতৃবৃন্দকে দখলদার ইসরাইলী বাহিনীর অব্যাহত হামলা বন্ধ এবং ফিলিস্তিনী সমস্যার স্থায়ী সমাধানের দাবী করেন। একইসাথে বাংলাদেশ সহ বিশে^র বিবেকবান মানবতাবাদী সকলকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *