ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নিপিড়নের বিরুদ্ধে রংপুরের মানববন্ধন (ভিডিও)
Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার:  নিপিড়নের বিরুদ্ধে রংপুরের ব্যানারে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হয়রানি, গ্রেফতার, মিথ্যা মামলার প্রত্যাহার  ও নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর প্রেস ক্লাব চত্বরে আজ (২০ মে) সকাল ১১ টা ৩০ মিনিটে সমাজকর্মী পলাশ নাগের সঞ্চালনায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। ভিডিও

মানব বন্ধনে  সাংবাদিক আকবর হোসেন বলেন,

প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক ইতিপূর্বে তথ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র তুলে ধরেছে ধরেছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের কারনে তিনি আজ দেশ বিদেশে সমাদৃত। সেই কারনে আজ তাকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে কন্ঠরোধ করতে চাচ্ছে। তিনি অবিলম্বে রোজিনা ইসলামের হেনস্তাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানবব্ধনে বক্তব্য রাখেন সাইফ পত্রিকার রংপুর প্রতিনিধি ও ডিবিসি ক্রাইম  অনলাইন রংপুর জেলা প্রতিনিধি অলোক নাথ।তিনি বলেন প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম দেশ বিদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিতার কারনে দেশ বিদেশ সমাদৃত।বস্তু নিষ্ঠ সংবাদ রোধ করার জন্য হেনস্ত ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন যারা দুর্নীতি করে দেশ ও জাতির ক্ষতি সাধন করে তাদের দুর্নীতির তথ্য চুরি করে দেশ ও জাতির মঙ্গল হয়। তাহলে এই তথ্য চোরকে দরকার দুর্নীতি পরায়ন ব্যাক্তিদের নয়। তিনি অবিলম্বে হেনস্হা কারীদের শাস্তি ও রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন  স্টাফ রিপোর্টার  হীমেল মিত্র অপু, বনমালী পাল, নয়ন চন্দ্র মোহন্ত,

অন্যান্য নেতৃবর্গ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ। ভিডিও

x