ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ভৈরবে মানববন্ধন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং পেশাগত দায়িত্ব পালনকালে তাকে হেনস্থাকারীদের বিচারেরর দাবীতে ভৈরবে মানবন্ধন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সুশীল সমাজ। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ভৈরব  পৌর শহীদ মিনারের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাকি বিল্লাহ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাবের সভাপতি তাজুল ইসলাম ভৈরবী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, ভৈরব শাখার সহ- সভাপতি মোঃ তুহিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সুমন মোল্লা, সাংবাদিক কাজী আবদুল্লাহ আল মাছুম, মফস্বল ফোরামের সভাপতি সাবির উদ্দিন রাজু। এছাড়া মানববন্ধনে ভৈরব পৌরসভার মেয়র  ইফতেখার হোসেন বেনু উপস্থিত হয়ে রোজিনার ইসলামের মুক্তির দাবী জানান।

এ সময় বক্তারা আরো বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে কয়েকটি নিউজ করায় রোজিনাকে হেনস্থ ও হয়রানি করতে এই একটি সাজানো মামলা দায়ের করে রোজিনা কে কারাগারে পাঠানো হয়। রোজিনাতো কোন সন্ত্রাসী বা জঙ্গিনেতা নয় তাহলে কেন তাকে শথ শত পুলিশে দিয়ে ব্যারিকেড দিয়ে রাখতে হবে। সেই বৃটিশ আমলের অফিসিয়াল সিক্রেট আইন এবং বর্তমান ডিজিটাল প্রযুক্তি আইন বাতিলের দাবি জানান বক্তারা। এ ছাড়াও রোজিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনগুলোতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুসিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *