ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব দ্রুত নিরসনে বাইডেনের হস্তক্ষেপ চায় ডেমোক্র্যাটরা
Reporter Name

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সহিংসতা দ্রুত নিরসনে এবং যুদ্ধবিরতি আলোচনার জন্য উভয়পক্ষকে চাপ দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৩০ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জো বাইডেনকে তারা চিঠি দিয়ে জানিয়েছেন, এটা না করলে অকল্পনীয় ট্র্যাজেডি ঘটে যাওয়ার শঙ্কা রয়েছে।

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্বাক্ষর করা সদস্যরা চান, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে অনতিবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি হোক। তারা এও চান, সেখানে যেন আর কোনো প্রাণ না ঝরে যায়।

x