সিলেট থেকে:সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় নিজ দেশের সহকর্মীর ছুরিকাঘাতে চীনা নাগরিক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪৪ (৫)২০২১।
নিহত চীনা নাগরিক মি. শানজি (৪৮) এর স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং বুধবার (১৯ মে) রাত ১১টায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এসএমপি’র কোতায়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৩০২ ধারায় দায়ের করা হত্যা মামলায় মি. শাও নামক হন্তারক ওই সহকর্মীকে একমাত্র আসামি করা হয়েছে। সে বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার বি ব্লকের ১১/৯ নং বাসায় নিজ দেশের সহকর্মীর ছুরিকাঘাতে এক চীনা নাগরিক মি. শানজি নিহত হন।