ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার থেকেই ফিলিস্তিনে হামলা বন্ধ দেখতে চান বলে নেতানিয়াহুকে জানিয়েছেন বাইডেন। তবে এ আহ্বানের মধ্যেই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
অবশ্য বাইডেনের আহ্বান জানানোর আগেও নেতানিয়াহু বলেছিলেন, আমরা স্টপওয়াচ নিয়ে বসে নেই। খবর আলজাজিরা, বিবিসি, এএফপি ও গার্ডিয়ানের
বাইডেন এমন সময় নেতানিয়াহুকে হামলা বন্ধের আহ্বান জানালেন যখন টানা ১০ দিন ইসরায়েলের বিভীষিকায় বাস্তুহারা হয়েছে কমপক্ষে ৭২ হাজার ফিলিস্তিনি। চরম মানবেতর জীবন কাটাচ্ছে তারা। খাদ্য, পানি, জ্বালানির তীব্র সংকটে অনেকে অনাহারে দিন কাটাচ্ছে। অথচ সীমান্ত আটকে রেখে তাদের কাছে আন্তর্জাতিক ত্রাণ সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। এ অবস্থাকে যুদ্ধাপরাধের শামিল বলে বর্ণনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সুত্র