ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
ভূমিকম্প ছাড়াই হঠাৎ কাঁপতে শুরু করল চিনের ৯০ তলা উঁচু ভবন
Reporter Name

চিনের শেনঝেন শহরের এক গগনচুম্বী বহুতল ভবন। এর উচ্চতা প্রায় ৯৮০ ফুট। অর্থাৎ প্রায় ৯০ তলা উঁচু বাড়ি এটি। মঙ্গলবার সেই বহুতল ভব‌নের হঠাৎই কাঁপতে শুরু করে। যার জেরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ওই এলাকায়। বহুতল ভব‌নের ভিতরে থাকা সকলে বেরিয়ে আসতে শুরু করেন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছিলেন সেখানে উপস্থিত অনেকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিও

২০০০ সালে তৈরি হওয়া এই বহুতল ভব‌নের বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক্স দ্রব্যের বাজার। একাধিক সংস্থার অফিসও রয়েছে সেখানে। চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুপুর ১টা নাগাদ দুলতে শুরু করে সেটি। আড়াইটের মধ্যে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতল ভব‌নের টি এমন ভাবে দুলছিল, দেখে মনে হচ্ছিল যেন ভেঙে পড়বে। সেই আতঙ্কেই ওই এলাকা ছেড়ে নিরাপদে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। ভিডিও

x