ভারতে করোনাভাইরাসে গত এক দিনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। যদিও সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে থেকে যানা যায় , করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জনের।
কিন্ত প্রতিদিন নতুন করে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু স্বস্তি দিচ্ছে না ভারতকে। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৪ হাজার ৩২৯ জনের। সেটিও ছিল সেই দিনের মৃত্যুতে রেকর্ড।