ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নদীতে সেলফী তুলতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্য
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে নৌকায় ঘুরতে গিয়ে পানি ডুবে তিন বোন মারা গেছেন। মঙ্গলবার দুপর ৩টার দিকে সাঘাটা থানা ভবনের অদূরে যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রংপুর মহানগরের বাবুপাড়া এলাকার মো. সেলিম উল্যা হকের মেয়ে সারা হক প্রীতি (২০) ও সওদা হক ঋতু (১৮) এবং তাদের মামাতো বোন একই এলাকার মৃত রানা মিয়ার মেয়ে অনামিকা সরোয়ার ওরফে ফাতেমা (১৮)। তারা সবাই কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান তিন বোন  গত সোমবার রংপুর থেকে বড় ভাই সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের পার্থ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে প্রীতি, ঋতু ও অনামিকা যমুনা নদী এলাকায় নৌকাযোগে ঘুরতে বের হন। ঘুরা ঘুরির একপর্যায়ে বিকেল তিনটার দিকে তারা সাঘাটা থানা ভবনের অদূরে খেয়াঘাট এলাকায় নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকেন। এসময় হঠাৎ করে তাদের পায়ের নিচের বালি ধসে গিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা নদীর গভীর খাদে পড়ে তিনবোন নিখোঁজ হয়। পরে নৌকার মাঝির চিৎকারে আশপাশের লোকজন ও অন্য নৌকার মাঝিরা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পানির গভীরতা বেশী হওয়ায় তারা উদ্ধার করতে ব্যর্থ হয়।

এই ঘটনার খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তিন বোনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *