ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
পরশুরাম থানার নবাগত ওসির সাথে নজরুল একাডেমির শিল্পীদের শুভেচ্ছা বিনিময়
Reporter Name

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ ফেনী জেলাধিন পরশুরাম মডেল থানার নবাগত অফিসার  ইনচার্জ  মু: খালেদ দাইয়ানকে পরশুরাম নজরুল একাডেমির শিল্পীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে নবাগত ওসি খালেদ দাইয়ানকে পরশুরাম নজরুল একাডেমি শাখার সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, প্রশিক্ষক, কলাকৌশলী এবং সদস্যরা তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

সকালে পরশুরাম থানার পক্ষ থেকে নবাগত ওসি খালেদ দাইয়ানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এর আগে নবাগত ওসি খালেদ দাইয়ান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

নবাগত ওসি  মু: খালেদ দাইয়ান এর আগেও পরশুরাম মডেল থানায় ওসি তদন্ত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এরপর তিনি সোনাগাজী মডেল থানা ওসি তদন্ত হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে সর্বশেষ ফেনী ডিবি এবং ডিএসবি’র পরিদর্শক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০১৯-২০  সালে পরশুরামে ওসি তদন্ত  হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

x