ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
ঢাকার খিলক্ষেতে পুলিশের সাথে গুলা গুলিতে ২ ডাকাত নিহত
Reporter Name

ঢাকার  খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এনামুল ও রাসেল নামে দুই ডাকাত নিহত হয়েছে।  ঘটনাস্থল থেকে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেত এলাকায় কাওলায় ডিবি পুলিশের অভিযানকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে ডিবি পুলিশের দুটি দল পূর্বাচলগামী ফ্লাইওভার ও কাওলা এলাকার সড়কে চেকপোস্ট বসিয়েছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া সবুজ রঙের একটি সিএনজিতে কয়েকজন যাচ্ছিল। তল্লাশির জন্য তাকে থামতে বললে তারা সিগন্যাল অমান্য করে এবং দ্রুত গতিতে কাওলার দিকে চলে যেতে থাকে।

ব্যাপারটি  ডিবির প্রথম দলটি ওয়াকিটকিতে দ্বিতীয় দলকে জানালে ২য় টিম রাস্তা বন্ধ করে দেয় ও সিএনজিকে ধাওয়া করতে থাকে। প্রথম দলটিও সিএনজির পিছু পিছু ধাওয়া করছিল। এক পর্যায়ে সিএনজি ও তার যাত্রীরা ডিবির দুই দলের মাঝখানে পড়ে যায়। এ সময় আচমকা সিএনজি থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। আতে উপায় না দেখে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এছাড়া সেখান থেকে নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে আটক করা হয়।

ডিএমপির গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দুইটি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, নয়টি স্মার্ট এবং বাটন মোবাইল, ১৬ পিচ ইয়াবা, একটি লাইটার এবং নগদ ৫০০০ টাকা উদ্ধার করা হয়।

মশিউর রহমান বলেন, আটককৃত নয়ন এবং ইয়ামিন গামছা ও মলম দিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নিত। ভিকটিম জোরাজুরি করলে তাকে ফাঁস দিয়ে হত্যা করে ফেলে দিত। পুলিশ বা বিরোধী সন্ত্রাসী গ্রুপের আক্রমণের ভয়ে তারা সিএনজিতেই আগ্নেয়াস্ত্র বহন করতো। আটক ও নিহতরা সবাই ছিনতাই, ডাকাতি, হত্যা এবং মাদকের একাধিক মামলার আসামি। তারা নিজেরাও মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

3 responses to “ঢাকার খিলক্ষেতে পুলিশের সাথে গুলা গুলিতে ২ ডাকাত নিহত”

  1. … [Trackback]

    […] Here you can find 99388 more Information on that Topic: doinikdak.com/news/16416 […]

  2. lottovip says:

    … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/16416 […]

  3. … [Trackback]

    […] Here you can find 61837 additional Information on that Topic: doinikdak.com/news/16416 […]

Leave a Reply

Your email address will not be published.