ঢাকা, শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
সাংবাদিক হেনস্থার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের
Reporter Name

মোঃ জাহিদ হাসান মিলু ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোজিনা ইসলামের অপরাধ হচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন করে করোনাকালীন স্বাস্থ্য বিভাগের দূর্নীতি ও অনিয়ম তুলে ধরা। এজন্যই তাঁকে ৫ ঘন্টা আটকে রেখে মানসিক শাররীক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করে এ ঘটনার প্রতিবাদ, তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে এক জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে মির্জা ফখরুল রোজিনা ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবী করেন। তিনি বলেন , গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা, আর এটাই ফ্যাসিবাদী সরকার ক্রমাগত লংঘন করে চলেছে।

তিনি সাগর-রুনি হত্যা মামলার কোনো বিচার না হওয়া, ফটো সাংবাদিক শহিদুল ইসলামের মিথ্যা মামলা থেকে শুরু করে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, এসব পরিকল্পিত, এভাবে দেশের যে মূল আত্মা তাকে আঘাত করা হচ্ছে, গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করা হচ্ছে, যা প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ প্রাণ দিয়েছেন দীর্ঘদিন লড়াই করেছেন।

মির্জা ফখরুল দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের অগ্রণী সৈনিক বলেই তাঁকে মিথ্যা মামলার অজুহাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না বলে আবার উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি মামুন উর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ নেতাকর্মী ও অন্যরা।

3 responses to “সাংবাদিক হেনস্থার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/16366 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/16366 […]

  3. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/16366 […]

Leave a Reply

Your email address will not be published.