সারা দিন অনেক নাটকীয়তার পর অবশেষে বিকালে তৃণমূল কংগ্রেসের তিন নেতা ও প্রাক্তন মেয়রকে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ও বিধায়ক মদন মিত্রের জামিন মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় রায় পড়ে শোনান বিচারপতি অনুপম মুখোপাধ্যায়। সি বি আই কার্যত আদালতে দশ গোল খেল তৃণমূল কংগ্রেসের সঙ্গে।
নারদ ঘুষ কাণ্ডে স্টিং অপারেশনে টাকা নেয়ার অভিযোগে সোমবার ভোরে গ্রেপ্তার হন চার হেভিওয়েট নেতা। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এর মধ্যে ফিরহাদ ও সুব্রত মমতা মন্ত্রিসভার সদস্য। মদন মিত্র বিধায়ক। শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র।
আজ সকালে প্রত্যেকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ টিম গিয়ে আটক করে এদের। নিয়ে যাওয়া হয় মধ্য কলকাতার নিজাম প্যালেসে। সেখানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপরই বিক্ষোভে উত্তাল হয় কলকাতা। চেতলায় পথ অবরোধ, নিজাম প্যালেসের সামনে জনরোষ, গেট ভাঙার চেষ্টা, বাদ-প্রতিবাদে মুখর হয়ে ওঠে কলকাতা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সাড়ে দশটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে পনেরো তলায় সিবিআই’র এন্টি করাপশন বিভাগের লিফটের সামনে বসে পড়ে বলেন আমাকে গ্রেপ্তার করুন।