ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
মিতু হত্যা মামলায় আরো ২ জন কারাগারেই গ্রেফতার
Reporter Name

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় নতুন করে মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও আনোয়ার হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ দুইজন  আগে থেকেই কারাগারে ছিলেন।

তদন্তকারী সংস্থা পিবিআই আবেদন এর প্রেক্ষিতে রোববার বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সফিউদ্দিনের আদালত তাদের কে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআ পরিদর্শক সন্তোষ চাকমা জানান, যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

মিতু হত্যার  ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। এই মামলায় গ্রেপ্তার  ছিলেন আনোয়ার ও ওয়াসিম।

পরবর্তীতে দু’জনেই আদালতে মিতু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে মিতু হত্যায় বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত মো. মুছার জড়িত থাকার কথা সামনে আসে।

গত ১২ মে পিবিআই বাবুলের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর মিতুকে হত্যার অভিযোগে বাবুল আক্তারকে প্রধান আসামি করে একই থানায় নতুন করে মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

এ মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই।

x