ভারতীয় ধরনে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই সুস্থ রয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, ‘জিনোম সিকোয়েন্স করে যে কয়টি পেয়েছিলাম সেটি আমরা এরই মধ্যে জানিয়েছি। তার মধ্যে পাঁচজন একেবারেই সুস্থ আছেন। তাদের কন্টাক্ট ট্রেসিং করেও আর কোনো সংক্রামিত রোগী পাইনি। সর্বশেষ আমরা ভারতীয় ভ্যারিয়েন্ট ছয়জনের নমুনায় পেয়েছি। নতুন করে জিনোম সিকোয়েন্স হচ্ছে, যদি আরও পাই তাহলে সেটিও জানিয়ে দিব।’
অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকলেও এ নিয়ে আত্মতুষ্টি বা সন্তুষ্টির কোনো কারণ নেই। এ ধরনের সংখ্যা যদি দিনের পর দিন পেতে থাকি তবেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি।
তার আগ পর্যন্ত মনে রাখতে হবে যে, সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ চলছে আমরা তার মাঝখানে আছি। সেখান থেকে এখনো পরিত্রাণ পাইনি। কাজেই সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকতে হবে।’