ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু
Reporter Name

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতি এই মহামারিতে প্রাণহানি বেড়ে ১২ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন।  সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।  সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

x