ঢাকা, বুধবার ১৮ জুন ২০২৫, ১২:০০ অপরাহ্ন
নওগাঁয় কষ্টি পাথরের দুইটি কালী মূর্তির অংশবিশেষ উদ্ধার
Reporter Name

গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁঃ নওগাঁ মহাদেবপুরে কষ্টি পাথরের দুইটি কালী মূর্তির অংশবিশেষ উদ্ধার করেছেন নওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ।

রবিবার ১৬মে নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রাম থেকে
কষ্টি পাথরের দুইটি কালী মূর্তির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

একটি কালী মূর্তির অংশবিশেষের ওজন ১১.৮২০ কেজি (কালী মূর্তির নীচের অংশ যেখানে শিবের অবয়ব আছে), মূল্য অনুমান ১১ লক্ষ ৮২ হাজার টাকা এবং আরেকটি কালী মূর্তির অংশবিশেষের ওজন ৪.৫৮০ কেজি (কালী মূর্তির উপরের অংশ), মূল্য অনুমান ৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে মহাদেবপুর থানা পুলিশ সুত্রে জানাগেছে।

x