ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
শিবচরে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Reporter Name

এস এম আরাফাত হাসান (মাদারীপুর): মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পার থেকে অজ্ঞাত এক যুবকের(২৬) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৫ মে) সন্ধ্যায় ওই এলাকার নদীর পাড়ের এক পাট ক্ষেতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয়- নামঃ ইসমাইল, পিতাঃ সেকান্দার কাজী, গ্রামঃ কলাতলা, ইউনিয়নঃ নিলখী শিবচর মাদারিপুর। জানা গেছে, আড়িয়াল খাঁ ব্রীজের টোলপ্লাজা সংলগ্ন নদীর পাড়ের একটি পাট ক্ষেত থেকে যুবকের গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।

বয়স ২২ থেকে ২৮ এর মধ্যে হবে বলে ধারনা করেন উদ্ধারকৃত শিবচর থানা পুলিশের উপ পরিদর্শক সনজীব জোয়াদ্দার। সনজীব জোয়াদ্দার বলেন,’নদীর পাড় থেকে যুবকের লাশটি উদ্ধার করে শিবচর থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল থেকে মাদারীপুর মর্গে প্রেরণ করা হবে।

One response to “শিবচরে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/15807 […]

Leave a Reply

Your email address will not be published.